আব্বু আমি অপেক্ষায় ছিলাম, আমি আজীবন তোমার অপেক্ষায় থাকবো!
- Sabrina Juthi
- Mar 14, 2024
- 1 min read
আমার আব্বু! আমার সারা দুনিয়াটা একদিকে আর আমার আব্বু আরেকদিকে- আব্বু তোমার জন্য কিছুই করতে পারিনাই- তোমার ভালোবাসার ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারবোনা! তুমি সারাজীবন খালি মানুষের জন্য , সবার জন্য পরিশ্রম করেই গেলে , একটু বিশ্রাম কি জিনিস বুঝলানা! হাজারো অগণিত পরিচিত অপরিচিত মানুষ যখন আমার কাছে এসে বলে -তোমার বাবা খুব ভালো মনের একজন মানুষ, ছোট বড় সর্বশ্রেণীর মানুষকে কত আপন করে নিতেন…তোমার জন্য তাদের নিঃর্স্বার্থ চোখের পানি প্রমান করে তুমি জীবন যুদ্ধে বিজয়ী একজন মানুষ!
আব্বু আমি খালি কাদঁতাম আর বলতাম বাবা আমরা তো তোমাকে পাই না কাছে -আমাদেরকে সময় দাও! তুমি বলেছিলে এই ফেব্রুয়ারী তে তুমি আমার কাছে এসে কয়েকদিন বেড়াবে! আমি অপেক্ষায় ছিলাম- আজ সেই February তেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আব্বু ?
আব্বু আমি অপেক্ষায় ছিলাম, আমি আজীবন তোমার অপেক্ষায় থাকবো- তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আব্বু!
রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।” رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا "হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।
February 6, 2024
Comments